ভিউ: ১.২১k
একাডেমিক প্রশাসকের বাণী

সকল প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালার দরবারে যিনি বস্তুবাদী শিক্ষার যুগেও আমাদেরকে দ্বীনি শিক্ষার সম্প্রসারণে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন।

ইহকালীন ও পরকালীন সফলতা এবং মুক্তির জন্য ছেলে-মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য। মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সফলতাই মূল লক্ষ্য হওয়া উচিত। আর্থ সামাজিক উন্নয়নে জাগতিক শিক্ষার প্রয়োজনও কম নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিশুদ্ধ ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত এবং নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে। এ সমস্যা দূরীকরণের একমাত্র পথ হল ইসলামি শিক্ষা ও জাগতিক শিক্ষার সু-সমন্বয় সাধন। সমাজের এ মহান প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ২০১৪ সালের ১লা নভেম্বরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় “মাস্টার জালাল মেমোরিয়াল ক্যাডেট অ্যান্ড ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমী” নামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মনোদৈহিক উন্নয়নে ইলমে ওহীর জ্ঞানের বিকল্প নেই। “মাস্টার জালাল মেমোরিয়াল ক্যাডেট অ্যান্ড ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমীর” শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়ন এবং প্রকৃতভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।

জাহানারা আক্তার

একাডেমিক প্রশাসক                                                            মাস্টার জালাল মেমোরিয়াল ক্যাডেট অ্যান্ড ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমী

পাথরঘাটা-বরগুনা-বাংলাদেশ
মোবাইল: ০১৭১৯৯৪০৩৮৪
ই-মেইল: @gmail.com